জাহানারা কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের আছে- • কম্পিউটার প্রশিক্ষন • কম্পিউটার কম্পোজ • কম্পিউটার সাভিসিং • ইন্টারনেট • ছবি তোলা • আনলাইন ভারতের ভিসা আবেদন • আনলাইন চাকরির আবেদন • পরিক্ষার ফলাফল • আনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহ ভবভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভতির আবেদন • এ ছাড়া সকল প্রকার কম্পিউটারের কাজ করা হয় #

শুক্রবার, ২৬ জুন, ২০১৫

পুলিশের নিরবতায় চুড়ামনকাটির বাগডাঙ্গায় এখন আর গোপনে নয় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক

মিজানুর রহমান চুড়ামনকাটি (যশোর ) থেকে ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটির বাগডাঙ্গা গ্রামের দু’ডজন মাদক ব্যবসায়ী  গোপনে নয় প্রকাশ্যে বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করলেও পুলিশ থাকে অনেকটা নিরব।
পুলিশের নিরবতায় এলাকার সচেতন মহল জুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এলাকাবাসীর অভিযোগ পুলিশের কর্তব্যে অবহেলার কারনে এখানে মাদক ব্যবসায়ীরা এত বেপরোয়া।
যশোর শহর থেকে মাত্র ৭কি:মি: উত্তর পশ্চিমে চুড়ামনকাটি ইউনিয়নটি অবস্থিত বর্তমানে এখানে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস রয়েছে। আশে পাশের ৫/৬টি ইউনিয়ন সহ চৌগাছা, মহেশপুর, কোটচাঁদপুর ও কালীগঞ্জের অধিকাংশ মানুষের যাতাযায়াত চুড়ামনকাটি বাজারের উপর দিয়ে। যে কারণে সব সময় এ বাজারে মানুষের উপচেপড়া ভিড় থাকে। এক সন্ত্রাসী কবলিত এলাকা হিসাবে পরিচিত থাকলেও ধীরে ধীরে তা অনেকাংশে কমে গেছে। বর্তমানে এখানে প্রধান সমস্যা হলো মাদক। গোটা ইউনিয়নের চুড়ামনকাটি বাজার ও স্থানীয় বাগডাঙ্গা গ্রামে মাদকের ভয়াভয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এলাকাবাসী শংঙ্কিত। মাদক ব্যবসায়ীরা এখন আর গোপনে নয় পুলিশেকে ম্যানেজ করে বাগডাঙ্গা গ্রামে কয়েকটি স্থানে বিভিন্ন প্রকারের মাদক নিয়ে রীতিমত প্রকাশ্যেই বিত্রি“ করছে। এখানে প্রকাশ্যে খুচরা ও পাকারী হিসাবে বিভিন্ন মাদক বিক্রি করে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ গ্রামে চলে মাদকের প্রকাশ্যে বেচাকেনা। এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা সেখান থেকে মাসিক মাসোয়ারা নিয়ে যায়। মূলত এ কারণেই এখানে এখানে মাদক দ্রব্য এতটাই প্রকাশ্যে বলে এলাকাবাসীর অভিযোগ। সীমান্তবর্তী উপজেলা চৌগাছার সাথে এখানে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় মাদক ব্যবসায়ীরা নিরাপদ ঘাটি হিসাবে বেঁছে নিয়েছে ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামকে। বিভিন্ন স্থানে বড় বড় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য আমদানী করে মজুত রাখে এ গ্রামে। সরেজমিন দেখা গেছে, বাগডাঙ্গা গ্রামে সর্বদাই পাওয়া যায়,ইয়াবা, বিদেশী মদ, ফেন্সিডিল, গাজা ও তাড়ি সহ বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য। এলাকাবাসীর অভিযোগ ব্যবসায়ীদের সাথে পুলিশের কিছু অসাধু কর্মকর্তাদের রয়েছে চরম সখ্যতা। প্রকাশ্যে তারা গিয়ে মাদক ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত মাসোয়ারা নিয়ে চলে যায়। যার কারণে গ্রামটি মাদক মুক্ত করা সম্ভব হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের মঙ্গল কসাইয়ের ছেলে ঘ্যানা বর্তমানে গ্রামটিতে মাদকের হাট বসিয়ে ইয়াবা ও ফেন্সিডিল বিত্রি“ করছে। গোটা গ্রামে সকল মাদক ব্যবসীদের নিকট সে সকল প্রকার মাদক দ্রব্য খুচরা ও পাইকারী বিত্রি“ করে থাকে। গ্রামবাসীর অভিযোগ, গ্রামের গড়ে সিরাজ, মহাসিন, ইকবাল, সবুজ, গজো মশিয়ার, আলম, তারো খোড়া সহ একাধিক ব্যবসায়ী প্রকাশ্যেই মাদক ব্যবসা করে থাকে। এছাড়া চুড়ামনকাটি বাজারে মুনির নামের জৈনক ব্যক্তি মাদক ব্যবসা করে থাকে। সরেজমিন বাগডাঙ্গা গ্রামের পুকুর বাগডাঙ্গায় গিয়ে দেখা যায়, ১০/১২ বছরের ছেলেরা ইয়াবা বিত্রি“ করছে। নাম প্রকাশ না করার শর্তে এক কিশোর জানায়,ঘ্যানা ভাইয়ের এই ইয়াবা বিত্রি“ করছি। সে আরো জানায়, পুলিশকে মাসোহারা দিয়ে ব্যবসা করাই পুলিশ তাদের ধরেনা। দেখা যায়, কয়েকজন বসে নেশাই ব্যস্ত রয়েছে। ক্যামেরার ফ্লাস মারতেই অনেকে এদিক ওদিক ছোটা ছটি শুরু করে দেয়। এ দৃশ্য শুধু বাগডাঙ্গা নয় গোটা চুড়ামনকাটি ইউনিয়ন জুড়ে বিক্রি হয় মরন নেশা মাদক। এলাকাবাসীর অভিযোগ মাত্র কয়েক ‘শ’ গজের ভিতরে সাজিয়ালী ফাঁড়ি অবস্থিত হলেও তারা তাকে নিরব। ফলে মাদক ব্যবসায়ীরা থেকে যায় ধোরা ছোয়ার বাইরে। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন মাদক ব্যবসায়ী জানান, এ ব্যবসা ছেড়ে দিলেও পুলিশ তাদের মাসিক টাকার জন্য চাপ প্রয়োগ করে। ফলে, তাদের খায়েশ মেটাতে গিয়ে বাধ্য হয়ে আবারও জড়িয়ে পড়তে হয় এ ব্যবসায়। বিগত দিনে স্থানীয় আওয়ামীলীগের কিছু নেতাদের উদ্দ্যেগে পুলিশ এ সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তারা আবার অজ্ঞাত কারনে নিরব ভুমিকা পালন করছে। এলাকাবাসী দ্রুত বাগডাঙ্গা সহ চুড়ামনকাটি ইউনিয়নকে মাদক মুক্ত করতে পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেছেন।



কোন মন্তব্য নেই:

যে কোন প্রকার নিউজ, মতামত, অভিযোগ পাঠাতে পারেন আমাদের কাছে। যেগাযোগ : ০১৭১৯৯২০৯৮০, ০১৯১৮২৯৪২২৯। ইমেল: jc.com80@gmail.com
আমার মত যারা ইংরেজীতে দূর্বল তাদের জন্য আজ আমি একটা পদ্ধতি এনেছি -যা দিয়ে খুব সহজে ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা যাবে।
১. এখানে ক্লিক করুন।