জাহানারা কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের আছে- • কম্পিউটার প্রশিক্ষন • কম্পিউটার কম্পোজ • কম্পিউটার সাভিসিং • ইন্টারনেট • ছবি তোলা • আনলাইন ভারতের ভিসা আবেদন • আনলাইন চাকরির আবেদন • পরিক্ষার ফলাফল • আনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহ ভবভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভতির আবেদন • এ ছাড়া সকল প্রকার কম্পিউটারের কাজ করা হয় #

বুধবার, ৩ আগস্ট, ২০১৬

একটু বৃষ্টি হলেই ক্লাস রুমে পানি জমে

কোন মন্তব্য নেই:

আজ থেকে অনুষ্টিত দ্বিতীয় সাময়িক পরিক্ষা গ্রহনে চরম অনিশ্চিতা দেখা দিয়েছে বড় হৈবতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে

===============================
মিজানুর রহমান, চুড়ামনকাটি (যশোর) থেকে ॥ আজ বুধবার থেকে অনুষ্টিত প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরিক্ষা গ্রহনে চরম অনিশ্চিতা দেখা দিয়েছে হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে। বিদ্যালয়ের টিনের ছাউনি ছিদ্র হওয়াই একটু বৃষ্টি হলেই ক্লাস ও অফিস রুমে হাটু পানি জমে যায়। বর্ষায় কোমলমতি শিক্ষার্থীরা ভিজে ভিজে ক্লাস করতে বাধ্য হয়। একটু ভারী বৃষ্টি হলে স্কুলের কোথাও দাড়ানোর মত শুকনো জায়গা থাকে না। স্কুলের মূল্যবান কাগজপত্র রাখা হয় শিক্ষকদের বাড়িতে।

শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

কাশিমপুরের ফুলতলা বাজারে নোটিশ ছাড়াই একটি মাকের্ট ও বসতবাড়ি ভেঙ্গে দেওয়া অভিযোগ উঠেছে

কোন মন্তব্য নেই:
আলী রেজা রাজু ॥ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ফুলতলা বাজারে নোটিশ ছাড়াই বিবাদমান জমির উপর নির্মিত একটি মাকের্ট ও একটি বসতবাড়ি ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

কাশিমপুরের শ্যামনগর ও নওদা গ্রামে মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় চরম বির্পযয়ে পরিবেশ

কোন মন্তব্য নেই:

বালি বিক্রেতা মকবুল ও শরিফুল মেম্বারের নিকট জিম্মি হয়ে পড়েছে সাধারন মানুষ॥ ধ্বসে পড়ছে আবাদি জমি
===============================
মিজানুর রহমান, চুড়ামনকাটি (যশোর) থেকেঃ যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর ও নওদাগ্রাম মকবুল ও শরিফুল মেম্বার পুকুর থেকে স্যালো মেশিন লাগিয়ে বালি উত্তোলন করায় চরম বিপর্যয়ে মুখে পড়েছে পরিবেশ। বালি উত্তোলন অব্যাহত থাকায় ইতিমধ্যে ধ্বসে পড়তে শুরু করেছে পাশের ফসলের আবাদি জমি। বালি উত্তোলনকারী প্রভাবশালী দু’জন মেম্বার হওয়ায় তাদের নিকট জিম্মি হয়ে পড়েছে পুকুর সংলগ্ন জমির মালিকরা।

স্বাধীনতা পরর্বতী চুড়ামনকাটিতে অর্ধশতাধিক ব্যক্তি হত্যার শিকার, পঙ্গু শতাধিক

কোন মন্তব্য নেই:
একটি হত্যাকান্ডেরও হয়নি সঠিক বিচার
মিজানুর রহমান চুড়ামনকাটি ( যশোর ) থেকে ॥ এক সময় যশোর জেলার ভিতর ভয়ংকর জনপদ ছিল সদরের চুড়ামনকাটি ইউনিয়নটি। এখাকার মানুষগুলো রক্তের নেশায় মেতে থাকতো। স্বাধীনতা পরর্বতী শুধুমাত্র চুড়ামনকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল প্রায় অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণীর মানুষ। পঙ্গু হয়ে বেচেঁ আছে প্রায় শতাধিক ব্যক্তি। একটি হত্যাকান্ডেরও সঠিক বিচার না হওয়াই সে সময় খুনোখুনি বন্ধ হতো না বলে এলাকাবাসীদের অভিমত।
যে কোন প্রকার নিউজ, মতামত, অভিযোগ পাঠাতে পারেন আমাদের কাছে। যেগাযোগ : ০১৭১৯৯২০৯৮০, ০১৯১৮২৯৪২২৯। ইমেল: jc.com80@gmail.com
আমার মত যারা ইংরেজীতে দূর্বল তাদের জন্য আজ আমি একটা পদ্ধতি এনেছি -যা দিয়ে খুব সহজে ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা যাবে।
১. এখানে ক্লিক করুন।