যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে পুলিশের সাথে অপহরণকারিদের
‘গুলিবিনিময়ের ঘটনায় কোতয়লি থানার. ওসি সহ চার পুলিশ ও তিন ‘অপহরণকারীকে’
আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। পুলিশ সুত্রের খবর সোমবার রাত
আটটার দিকে ঝিকরগাছা এলাকা থেকে এক ট্রাক ড্রাইভারকে অপহরণ করেছে
দুর্বৃত্তরা। খবর পেয়ে অপহরণকারীদের পিছু
ধাওয়া করেন কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলীসহ একদল ফোর্স। সদর উপজেলার
চুড়ামনকাটি বাজারে রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ এক পর্যায়ে একটি প্রাইভেট কার
সহ তিন অপহরণকারী ও অপহৃত ব্যাক্তিকে ধরে ফেলে। এ সময় দু’পক্ষের মধ্যে
গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পুলিশ হেফাজতে রাত ১২টার দিকে তাদের যশোর মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি তিন অপহরণকারী হলেন-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণনগর হাটযাদবপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে
আশরাফুল (৩২), দেববাড়ীয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রহমত আলী (২৬) এবং
হাটযাদবপুর উত্তরপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে জহুরুল ইসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন