জাহানারা কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের আছে- • কম্পিউটার প্রশিক্ষন • কম্পিউটার কম্পোজ • কম্পিউটার সাভিসিং • ইন্টারনেট • ছবি তোলা • আনলাইন ভারতের ভিসা আবেদন • আনলাইন চাকরির আবেদন • পরিক্ষার ফলাফল • আনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহ ভবভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভতির আবেদন • এ ছাড়া সকল প্রকার কম্পিউটারের কাজ করা হয় #

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

বিএনপি নেতা আব্দুল হাই তরফদারের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত


চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ বুধবার দৈনিক গ্রামের কাগজের ফটো সাংবাদিক ও চুড়ামনকাটি প্রেস-ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের, আলী রেজা রাজু (জাহানারা কম্পিউটার ট্রেনিং সেন্টাররে পরিচালক ) পিতা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল হাই তরফদারের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ গ্রামের বাড়ি দৌলতদিহি তরফদার পাড়া জামে মসজিদে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 
দোয়া ও আলোচনা সভায়, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া আরো বক্তব্য রাখেন হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, চুড়ামনকাটি প্রেস-ক্লাবের উপদেষ্ঠা অধ্যাপক মসিউল আযম, সাধারন সম্পাদক আনিসুর রহমান, ,চৌগাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ,সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের,কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা এনামুল বারী বাবলু, বিএনপি নেতা নজরুল ইসলাম, রহিম তরফদার, যুবনেতা তাইজেল ইসলাম, মাজিদ, আবু নছর, আবু মুসা, জামাল তরফদার, ছাত্র নেতা তানভির রায়হান তুহিন, শামিম কবির প্রমূখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা মেহেদী হাসান।
উল্লেখ্য ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের তুচ্ছ একটি ঘটনা নিয়ে কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি ও হৈবতপুর ইউনিয়নের ছোট হৈবতপুর গ্রামের ছাত্রদের মাঝে দ্বন্দ বাধে। পরে এটি গ্রাম পর্যায়ে পৌছালে দু’গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মারাত্মক জখম হয়ে ১৬ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোন মন্তব্য নেই:

যে কোন প্রকার নিউজ, মতামত, অভিযোগ পাঠাতে পারেন আমাদের কাছে। যেগাযোগ : ০১৭১৯৯২০৯৮০, ০১৯১৮২৯৪২২৯। ইমেল: jc.com80@gmail.com
আমার মত যারা ইংরেজীতে দূর্বল তাদের জন্য আজ আমি একটা পদ্ধতি এনেছি -যা দিয়ে খুব সহজে ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা যাবে।
১. এখানে ক্লিক করুন।