জাহানারা কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের আছে- • কম্পিউটার প্রশিক্ষন • কম্পিউটার কম্পোজ • কম্পিউটার সাভিসিং • ইন্টারনেট • ছবি তোলা • আনলাইন ভারতের ভিসা আবেদন • আনলাইন চাকরির আবেদন • পরিক্ষার ফলাফল • আনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহ ভবভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভতির আবেদন • এ ছাড়া সকল প্রকার কম্পিউটারের কাজ করা হয় #

বুধবার, ৩০ মার্চ, ২০১৬

সন্ত্রাসীদের গুলিতে যশোর শ্যমনগরের এনপি নেতা খুন

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলি (৪৫) খুন হয়েছেন। মঙ্গলবার মাগরিববাদ সাতমাইল বাজারে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত ইদ্রিস ওই গ্রামের মৃত কাশেম মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ মার্চ) মাগরিবের নামাজের পর ইদ্রিস সাতমাইল বাজারে তার কাঠের দোকানে বসে ছিলেন। এসময় ২/৩ টি মোটরসাইকেলে ৪/৫ সন্ত্রাসী তাকে কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলেই ইদ্রিসের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে আড়াইশ শয্যার যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে কতৃব্যরত ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ইদ্রিসের মাথায় ১ টি ও বুকের বাম পাশে ২ টি গুলি বিদ্ধ হয়েছে।
কোতয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজি আজমের কাছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কোন বিরোধ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে আমরা এখনো কোন নিশ্চিত তথ্য পায়নি।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ইলিয়াস আলি জানান, ইদ্রিস একসময় বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। ৯৮’ সালে আত্মসমার্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় সাতমাইল বাজারে তিনি কাঠের দোকোনে বসে ছিলেন। আওয়ামীলীগের নান্নু গ্রুপের সাথে তার বিরোধ ছিল। শুনেছি তারাই তাকে গুরি করেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

যে কোন প্রকার নিউজ, মতামত, অভিযোগ পাঠাতে পারেন আমাদের কাছে। যেগাযোগ : ০১৭১৯৯২০৯৮০, ০১৯১৮২৯৪২২৯। ইমেল: jc.com80@gmail.com
আমার মত যারা ইংরেজীতে দূর্বল তাদের জন্য আজ আমি একটা পদ্ধতি এনেছি -যা দিয়ে খুব সহজে ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা যাবে।
১. এখানে ক্লিক করুন।